অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- সারাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে করোনার ২য় ডোজ দানের কর্মসূচী। তারই অংশ হিসেবে কাপ্তাইয়ে আজ ২৩৬ জনকে দেওয়া হয়েছে করোনার ২য় ডোজ টিকা।
কাপ্তাই করোনার ফোকাল পার্সন ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রণি জানান, কাপ্তাই আজ থেকে শুরু হয়েছে করোনার ২য় ডোজ টিকা প্রদান কার্যক্রম। তিনি বলেন, কাপ্তাইয়ে প্রথম দিনে ২৩৬ জনকে করোনার ২য় ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও তিনি বলেন, করোনার ২য় ডোজ দেওয়া হলেও ১ম ডোজ দেওয়া কার্যক্রম অব্যাহত রয়েছে। আজকে ও করোনার ১ম ডোজের টীকা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এদিকে কাপ্তাইয়ে প্রথমদিনেই ২য় ডোজ নিয়েছেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তি।