হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।
অদ্য ৭ই এপ্রিল রোজ বুধবার রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে দিনব্যাপী কোভিড ১৯ প্রতিরোধে মাইকিং করে জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে রাজস্থলী উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের প্রতিটি উপজেলায় কোভিড-১৯ সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের মাঝে মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচারের অংশ হিসেবে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ডাকবাংলা পাড়া, ছাগলখাইয়া, ডগনালা পাড়া, কাকড়াছড়ি পাড়া, নাইক্ষংছড়া পাড়ায় এই মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।