হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে অদ্য ৬ই এপ্রিল রোজ মঙ্গলবার বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনে কোভিড ১৯ প্রতিরোধে সচেতনতামুলক প্রচারণা ও বাজার মনিটরিং করা হয়েছে। রাজস্হলী উপজেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ ছাদেক মহোদয়, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জনাব মফজল আহমদ খান মহোদয়, রাজস্হলী থানার অফিসার ও অন্যান্য ফোর্সগন। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজস্হলী বাজার এবং পার্শবর্তী এলাকায় সরকার কর্তৃক পূর্ব ঘোষিত লক ডাউনে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য এই কার্যক্রম পরিচালনা করা হয়।