নিজস্ব প্রতিবেদক, লোহাগড়া।চট্টগ্রাম
কক্সবাজার জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের( কউক) নবনির্বাচিত সদস্য মাসুকুর রহমান বাবুকে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের(কউক) কার্যালয়ে পৌঁছলে কউকের মাননীয় চেয়ারম্যান লে.কর্নেল (অব.) ফোরকান আহমদ ও সদস্য (প্রকৌশলী) লে.কর্নেল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্হিত ছিলেন নবাগত সদস্য সুপ্ত ভূষন বুড়ুয়া। এদিকে কউক বাবুকে ফুল দিয়ে বরণ করায় অভিনন্দন জানিয়েছেন, দঃ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু, উপ- সমাজ বিষয়ক সম্পাদক সোহেল তালুকদার, মল্লিক ছোবাহান তরুণ ঐক্য পরিষদের সভাপতি মোঃ শাহ নেওয়াজ, আমিরাবাদ ৬ নং ইপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আলী আক্কাস সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ।