মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা শেখ মুজিব’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ মার্চ (মঙ্গলবার), ২০২১ খ্রি. সন্ধ্যা ৭.০০ ঘটিকায় ভার্চুয়াল প্ল্যার্টফর্মের মাধ্যমে আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চট্টগ্রাম-০৬ (রাউজান) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ.বি.এম. ফজলে করিম চৌধুরী, এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.অনুপম সেন।
এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সদস্য জনাব এটিএম শাহজাহান।