বাগেরহাট প্রতিনিধি,
মোংলা বন্দর পশুর নদীতে বিপুল পরিমান কয়লা ভর্তি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার ৩০ মার্চ দুপুর সাড়ে ১২ টায় বন্দর জেটির অপর পাশের কাটাখালী নামক এলাকায় জাহাজটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় কার্গোতে থাকা মাস্টার এবং ৯ ষ্টাফ সাতরে তীরে উঠতে সক্ষম হয়। ডুবে যাওয়া কার্গো জাহাজ এম,ভি ইফসিয়া মাহিন’র মাষ্টার মো: শাহালম জানান,বন্দর চ্যানেলের হারবাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশী জাহাজ থেকে রবিবার ৪শ’ মেট্রিক টন কয়লা বোঝাই করে এরপর সকালে বানিশান্তা বাজার বয়ায় অবস্থান নেয়। মঙ্গলবার দুপুরে স্রোতের টানে বয়াটির নোঙ্গর স্থানচ্যুত হলে সেখানে থাকা পণ্যবাহী লাইটার গুলো দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে এমভি ইফসিয়া মাহীন নামের কার্গোটি অপর একটি লাইটারের সঙ্গে ধাক্কা লেগে বাম পাশের হ্যাচ ফেটে যায়। জাহাটি বাঁচাতে মাষ্টার শাহালম প্রানপন চেষ্টা করে কিন্তু তা সম্ভাব হয়নি। জাহাজটি ভাসতে ভাসতে বানীশান্তা থেকে কাটাখালী গেলে সেখানে ফাটা জায়গা হতে পানি উঠে জাহাজটি ডুবে যায়। এরপর জাহাজে থাকা ৯ জন ষ্টাফ এবং মাস্টার সাতরে কূলে উঠে।এর আগে গত মাসের ২৮ ফেব্রুয়ারী রাতে এম,ভি বিবি-১১৪৮ নামক একটি কার্গো জাহাজ মোংলা বন্দরের পশুর নদীতে ৭শ মে: টন কয়লা নিয়ে ডুবে যায়।