এম.এস.কে.খোকা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে লোহাগড়া উপজেলায় কে.এস.আর.সোসাইটির উদ্যোগে ২৫০টি মাস্ক বিতরণ করা হয়েছিল।
গত ৪ ডিসেম্বরে ( জুমাবার ) কে.এস.আর.সোসাইটির উদ্যোগে পথচারী ও মসজিদের মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করেন সভাপতি মো: শাহাদাতুল কালাম ।
এসময় উপস্থিত ছিলেন, কে.এস.আর.সোসাইটির সহ-সভাপতি : আবির হুসেন নয়ন,প্রচার সম্পাদক : আবু তালেব রুকান,সদস্য: মো: আজম,মো:আবু হানিফ,মো:মিসবাহ,প্রমুখ।
এছাড়া কলাউজান এর বিভিন্ন সোসাইটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
কে.এস.আর.সোসাইটির এক সদস্য রাঙ্গামাটি নিউজ ২৪ ডট কম (প্রতিনিধি) কে জানিয়েছেন,কে.এস.আর.সোসাইটির পক্ষ থেকে বিশেষ করে অসংখ্য ধন্যবাদ, লোহাগাড়া উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান ভাই কে।