অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- বাংলাদেশ আওয়ামীলীগ কাপ্তাই ইউনিয়ন শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কাপ্তাই ইউনিয়নে বসবাসরত ২৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) কাপ্তাই ইউনিয়ন এর নতুন বাজার আনন্দ মেলা মাঠে এই উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। এছাড়া কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আক্তার আলম এবং কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দীন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সাধারন সম্পাদক ইব্রাহিম খলীল, সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
আলোচনা সভা শেষ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।