মোঃ গোলামুর রহমান,লংগদু:
৩০লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকের এই সোনার বাংলাদেশ পেলাম আমরা। ২৬ মার্চ মহান স্বাধীতা দিবস ও শুভ জয়ন্তী। দীর্ঘ ৯মাস যুদ্ধের পরে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে সোনার বাংলার বিজয় হয়।

শুক্রবার ২৬ মার্চ সারা দেশের ন্যায় লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন সহ বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, বিশেষ অতিথি লংগদু থানা অফিসার ইন্চার্জ আরিফুল আমিন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলা ঝান্টু, মুক্তি যুদ্ধা শাহনেওয়াজ, প্রেসক্লাব সভাপতি এখলাছ মিঞা খান, ডা অরবিন্দু চাকমা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রী বৃন্দ।
শুক্রবার সকাল ৯টার সময় লংগদু উপজেলা শহীদ মিনারে লংগদু প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, আওয়ামীলীগের অঙ্গসংগঠন, লংগদু প্রেসক্লাব, লংগদু হাসপাতাল সহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করে সম্মান প্রদর্শন করেন।
এসময় ২৬ মার্চ উপলক্ষে নানারকম চিত্রাঙ্কন প্রতিযোগীতার প্রতিযোগীদের মাঝে পুরষ্কার ও মুক্তি যুদ্ধাদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।