টুয়েল চাকমা, নানিয়ারচর প্রতিনিধি:
আলোকিত আগামীর প্রত্যয়ে যাদের পথ চলা ২০১৬ সাল থেকে বিভিন্ন দূর্গম এলাকায় “প্রিয় রাঙামাটি” আলো ছড়াচ্ছে একদল স্বপ্নবাজ তরুণ প্রজন্ম।তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আজকের দিনটিকে উপলক্ষ্য করে।
২৬শে মার্চ ও ৫০ তম সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকাল ৭ ঘটিকায় নানিয়াচর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা শাখার সকল সদস্য এবং উপদেষ্টা মন্ডলী, এরপর ১০ ঘটিকায় নানিয়ারচর হাসপাতালে রোগীদের জন্য ফল ফ্রুট বিতরণ ও দুপুর ১ ঘটিকায় ইসলাম পুর ইতিম খানা তে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি তাপস দেবনাথ, সাধরণ সম্পাদক দূর্জয় কর্মকার।
এতে উপস্থিত ছিলেন ” জনাব আসমা মল্লিক মহিলা ভাইস চেয়ারম্যান নানিয়ারচর উপজেলা মো: মান্নান এস আই নানিয়ারচর থানা।
আকাশ কর্মকার উপদেষ্টা প্রিয় রাঙামাটি নানিয়ারচর উপজেলা শাখা এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি স্বপন জ্যাতি চাকমা, বিষু বড়ুয়া, টুয়েল চাকমা,সাংগঠনিক সম্পাদক ইতু দাশ,জুয়েল চাকমা, জিকো চাকমা, নুর আলম, সাজু দাশ, লিখন চাকমা, জয় রুদ্র, সুজন মারমা,গৌবিন্দ দাশ,প্রিতম দাশ,মো: রবিউল, দূর্জয় দাশ, জয়ন্ত কর্মকার, রিকুময় চাকমা, পুজন নাথ সহ প্রমূখ।