নিজস্ব প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন উপলক্ষে নানিয়ারচরে নানা আয়োজন পালন করছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৬শে মার্চ) সকালে ৩১বার তপোধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা এবং সূর্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও পরিষদ, নানিয়ারচর থানা, উপজেলা আওয়ামীলীগ, নানিয়ারচর প্রেসক্লাব, মুক্তিযুদ্ধ সন্তান কমান্ড, নানিয়ারচর কলেজ, মডেল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সর্বস্তরের জনগণ।
পরে উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নানিয়ারচর উপজেলা প্রশাসন ও পরিষদ। এসময় কুচকাওয়াজ পরিদর্শণ ও জাতীয় পতাকা উত্তোলণ করা হয়।
কুচকাওয়াজ শেষে ছাত্রছাত্রী, তরুণ তরুনী ও নারী পুরুষদের বিভিন্ন ইভেন্টের খেলাধুলা, উপজেলা পরিষদ ধারক দেওয়ালে আলপণা উদ্বোধন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান বলেন, “১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ ও ২লক্ষ মা বোনের উজ্জতের বিনিময় আজ আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কমনা করছি। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নত দেশে পদার্পণ করছে। বিশ্ব নেতাদের কাছে আজ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তেজী ষাঁড়। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়ের মহা সোপানে পৌছাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”
উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, বিশ্ব নন্দিত সোনার বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নশীল বাংলাদেশ বিনির্মাণে প্রধাণমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় দিবসের এসব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস। চেয়ারম্যান আসমা আক্তার, অফিসার ইনচার্জ মোঃ সাব্বির হোসেন, আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম ও মোঃ লিয়াকত আলী, সাংবাদিকবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের জনগণ।