হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
অদ্য ২৬ শে মার্চ রোজ শুক্রবার রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ ছাদেক মহোদয়ের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয় ৷ উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব উবাচ মার্মা, রাজস্থানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মফজল আহমদ খান মহোদয়, রাজস্থলী উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং রাজস্থলী উপজেলা আওয়ামী লীগ ও রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী, রাজস্থলী থানার সদস্যগন, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।
রাজস্থলী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে (ক) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন/ স্থাপনাসমূহ জাতীয় পতাকা উত্তোলন, (খ) সন্ধায় গুরুত্বপূর্ণ সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ব্যবস্থাপনায় আলোকসজ্জা, (গ) রাজস্থলী উপজেলা পরিষদ প্রাঙ্গনে সকাল ৮ ঘটিকায় কুচকাওয়াজ, (ঘ) ছাত্র-ছাত্রীদের সমাবেশ জাতীয় সংগীত পরিবেশন (ঙ) সকাল ১০ ঘটিকায় রাজস্থলী উপজেলা পরিষদ প্রাঙ্গনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত কুচকাওয়াজে অংশ গ্রহন করেন পুলিশ, আনছার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের স্কাউটস ও রোভার স্কাউটস এর দল।