অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাইয়ের রাইখালী ইউপি এলাকার ফেরীঘাট সংলগ্ন জায়গায় জীপ গাড়ির (চাঁদের গাড়ি) ধাক্কায় মোঃ সুমন নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। তার বাড়ি রাইখালী ইউনিয়নের ফুলতলি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানাই, অটোরিক্সা চালক মোঃ সুমন তাঁর গাড়ী নিয়ে ফেরিতে উঠার সময় পেছন দিক হতে জীপ গাড়ি (চাঁদের গাড়ী) যার নাম্বার নং (চট্রগ্রাম খ৩৮৬) উক্ত অটোরিক্সাকে ধাক্কা দিলে সামনে থাকা একটি গাড়ীতে গিয়ে অটোরিক্সা সহ সে স্বজোরে ধাক্কা খায়। পরে অটোরিক্সা চালক সুমনকে গুরুতর অবস্থায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
এদিকে এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, চাঁদের গাড়ীর ধাক্কায় বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিক্সা চালক মোঃ সুমন এর মৃত্যু হয়েছে। এবং থানার পুলিশ সদস্যরা তার মরদেহ হাসপাতাল হতে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তিনি জানান, পরবর্তীতে লাশের রিপোর্ট সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উক্ত জীপের চালক (চাঁদের গাড়ীর) চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।