হাবীবু্ল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বেসরকারি সংস্থা (এনজিও) কারিতাস এগ্রো- ইকোলজি প্রকল্পের উদ্যাগে অদ্য ২৫শে মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল ২ ঘঠিকার সময় সংস্থাটির নিজস্ব উপজেলা কার্যালয়ে ধর্মীয় গুরুদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। “বিধাতায় বিশ্বাসী হই নতুন দিনের আশায়, দরিদ্রের সেবা করি গভীর ভালোবাসায়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কারিতাস অভিযান উপলক্ষে এই ত্যাগ ও সেবা অভিযান ২০২১ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জনাব মাওলানা ফরিদ হোসেন, ভদন্ত প্রঞ্জ্যা প্রিয় ভিক্ষু, বিজয় চক্রবর্তী, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান স্বরসতী ত্রিপুরা, উপজেলা কারিতাস এগ্রো- ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, কারিতাস সি ডি ও বিক্রম চাকমা, সাংবাদিক হারাধন কর্মকার, ফিল্ড অফিসার মচরন ত্রিপুরা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কারিতাস কার্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী।