:রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটিতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানো গেলেই করোনার দ্বিতীয় ঢেউ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
আমরা একটি করোনা মুক্ত বাংলাদেশ গড়ে চাই। তাই স্বাস্থ্য বিধি মেনে চললেই করোনার প্রকোপ থেকে বাঁচা সম্ভব হবে। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানাচ্ছি।
করোনা সংক্রমণ প্রতিরোধে উদ্ধকরণ কর্মসূচি অংশ হিসেবে বুধবার ২৪ মার্চ ২১ইং দুপুরে রাঙ্গামাটি শহরে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচারনাকালে তিনি এসব কথা বলেন,এছাড়া রাঙ্গামাটির বিভিন্ন উপজেলাতে বিতরণ করা হচ্ছে মাস্ক।
ফ্রন্টলাইনে করোনা মহামারীতে পুলিশ শুরু থেকে মাঠে ছিলো। তারা এখনো কাজ করে যাচ্ছেন । করোনা থেকে বাঁচতে হলে অবশ্যই মাস্ক পরিধান ও সচেতনতা বাড়াতে হবে। স্বাধীনতা মাসে এটাই আমাদের মূল লক্ষ্য।
রাঙ্গামাটি শহরের বনরুপা বাজারে, বিভিন্ন যাত্রী বাহী বাস, সিএনজি যাত্রী ও পথচারীদের মাঝে জেলা পুলিশ সুপার মীর মোদাছেছরের নেতৃত্বে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করেছেন।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্ল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ইসমাইলসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।