টুয়েল চাকমা,
নানিয়ারচর উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নানিয়ারচর উপজেলা ছাত্রলীগ , যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ও উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ এবং সহযোগী সংগঠন।
৬ ডিসেম্বর ২০২০ রবিবার বিকাল ৫.৩০ মিনিটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ হয় নানিয়ারচর বাজারের চার রাস্তা মোড়ে। নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকারের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নানিয়ারচরে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এখানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মৃধার সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়োতোষ দত্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার ও সহসম্পাদক মোহাম্মদ সোহেল সহ আরো অনেকেই।
সমাবেশ বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মানে বাঙালির হ্রদয়ে আঘাত করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বাঙালি জাতিকে দমিয়ে রাখা যাবে না। ৭১এর পরাজিত শক্তি আজ মাথা নাড়া দিয়ে উঠেছে, তাই আজ সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বক্তারা আরো বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়ে যারা বাইরে ঘোরাঘুরি করছে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক।
এসময় আরো উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাবুল কর্মকার,নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার,নানিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল বড়ুয়া,সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন দাশ। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী।