মুহাম্মদ জাহিদ হাসান আব্দুল্লাহ,
যশোর প্রতিনিধি :
গতকাল ২৩/০৩/২০২১ আহমদীয়া মুসলিম জামাত রঘুনাথপুর বাগ এর উদ্দ্যোগে আয়োজিত ১৩২ তম মহান মসীহ মাওউদ আঃ দিবস পালিত হয়েছে। ১৩২ বছর আগে ১৮৮৯ সালের ২৩ মার্চ ৪০ জন বয়াত গ্রহণ কারী সদস্য দ্বারা আহমদীয়া মুসলিম জামাতের যে ভিত্তি রচিত হয়েছিল মহান আল্লাহর অশেষ ফযলে বর্তমান ২১৪ টি দেশে প্রায় ২০ কোটি আহমদী মুসলমান হযরত মুহাম্মদ সঃ এর শিক্ষা অনুযায়ী প্রকৃত ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মুহাম্মদ আতিয়ার রহমান (ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট)
আঃ মুঃজাঃ রঘুনাথপুর বাগ,
পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ সোহেল রানা। নযম পাঠ করেন আসিফ আহমেদ।
হযরত মসীহ মাওউদ আঃ এর জীবনী নিয়ে আলোচনা করেন মাওলানা মুহাম্মদ আরিফুর রহিম মুরুব্বী সিলসিলাহ আঃ মুঃ জাঃ রঘুনাথপুর বাগ।
সভাপতি সাহেব দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।