নিজস্ব প্রতিনিধি
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার প্রত্যন্ত একটি এলাকা শুকনাছড়ি। এ এলাকায় নেই কোন কমিউনিটি ক্লিনিক কিংবা স্বাস্থ্যসেবা কেন্দ্র। দূর্গম এ এলাকার লোকজন প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত হচ্ছে।
শুকনাছড়িতে কোন কমিউনিটি ক্লিনিক না থাকায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে মর্মে উপজেলা ভিজিটের সময় এলাকার লোকজন সেই এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার জন্য আবেদন জানান।
খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে দুই লক্ষ পঞ্চাশ হাজার(২,৫০,০০০/-) টাকার চেক প্রদান করেছি। অতি দ্রুত জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় এ এলাকাটিতে স্বাস্থ্যসেবা চালু করা যাবে।
তবে এ বিষয়ে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র দৃষ্টিগোচর হলে শুকনাছড়িতে ইতোমধ্যে চিহ্নিত ১০ শতাংশ খাস জমিতে কমিউনিটি ক্লিনিকের একটি অবকাঠামো নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দুই লক্ষ পঞ্চাশ হাজার(২,৫০,০০০/-) আর্থিক অনুদান হিসেবে একটি চেক প্রদান করা হয়।