(রিপন ওঝা,মহালছড়ি)
আজ রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে,মহালছড়ি উপজেলা ছাত্রলীগ। উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনজিত দাশের উপস্থাপনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন স্বাধীন দেশে এমন উগ্র জাতীয়তাবাদ মৌলবাদী গোষ্ঠীর উত্থান শুভ লক্ষণ নয়, তাই সময় থাকতেই সকল অপশক্তিকে দাঁতভাঙা জবাব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট সকল নেতাকর্মীর পক্ষ হতে জোর দাবি জানান যে গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রোকন মিয়া,আইন বিষয়ক সম্পাদক রিপন ওঝা, সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা সহসভাপতি মনিশংকর চৌধুরী, ফরিদুর আলম,সানি দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক জিকু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মিঠু, প্রচার সম্পাদক কুরাইসিন খান, সদর ইউনিয়ন আহ্বায়ক অনিক বিশ্বাস ও সকল ওয়ার্ডের প্রাণবন্ত নেতাকর্মীগণ।