মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সহযোগী অধ্যাপক স্থপতি ও পরিকল্পনাবিদ
কানু কুমার দাশ স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন। তিনি সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য, জনাব কানু কুমার দাশ স্থাপত্য বিভাগের স্থপতি হিসেবে প্রথম বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন। এ উপলক্ষ্যে সম্প্রতি (গত ১৮ মার্চ, ২০২১ খ্রি.) স্থাপত্য বিভাগের সেমিনার কক্ষে বিদায় অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রবিউল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। এ সময় সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম তাঁর বিগত ২ বছরের অভিজ্ঞতা নিয়ে বক্তব্য প্রদান করেন। প্রাক্তন বিভাগীয় প্রধান হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক জনাব সুলতান মোহাম্মদ ফারুক এবং স্টাফদের পক্ষে বক্তব্য দেন টেকনিশিয়ান জনাব মো. সোলাইমান। স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক জনাব তাজিয়া রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জনাব মুস্তাফিজ আল-মামুন এবং সহকারী অধ্যাপক জনাব সজীব পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী বিভাগীয় প্রধানকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন এবং নতুন বিভাগীয় প্রধানকে ফুল দিয়ে বরণ করে নেন। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন সকল বিভাগীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন নগর ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আক্তার মল্লিক, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক দেবশ্রী মণ্ডল, সহকারী অধ্যাপক বিপ্লব কান্তি বিশ্বাস, সহকারী অধ্যাপক অমিত ইমতিয়াজ, প্রভাষক মূর্ছনা মাধুরী, প্রভাষক জাকিয়া সুলতানা এবং বিভাগের কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে অনলাইন যুক্ত হয়েছেন স্থাপত্য বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ। প্রসঙ্গত, সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলামের দায়িত্বে থাকাকালীন সম্পাদিত কাজগুলোর মধ্যে স্থাপত্য বিভাগের অ্যাক্রিডিটেশন নিয়ে অগ্রগতি এবং বিভাগের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি সংক্ষিপ্ত ডিজিটাল পরিবেশনা উপস্থাপন করেন বিভাগের প্রভাষক জনাব রাহানাত আরা জাফর।