(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আর্মি জোন সদরে ৫ ডিসেম্বর সদ্য যোগদানকৃত জোন অধিনায়ক লে.কর্নেল শাহরিয়ার মোহাম্মদ আসিফ আফতাব(পিএসসি) এবং সদ্য বিদায়ী জোন অধিনায়ক লে.কর্নেল মেহেদী হাসান(পিএসসি) এর উপস্থিতিতে বরণ ও বিদায় উপলক্ষে এক পরিচিতি মূলক অনুষ্ঠান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহরিয়ার মোহাম্মদ আসিফ আফতাব পিএসসি তাঁর বক্তব্য সেনাবাহিনীতে তাঁর বহুমূখী কর্মময় জীবনের বিভিন্ন মুহুর্তের কথা বলেন।মহালছড়ি আর্মি জোনের জোন অধিনায়কের দায়ীত্বভার গ্রহণ পরবর্তী উপস্থিত সকলকে তাঁর লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকান্ড সম্পর্কে প্রাথমিক ভাবে অবহিত করেন। পাশাপাশি তিনি স্পষ্টভাবে বলেন, এলাকার শান্তি শৃংখলা বিনষ্টকারী কর্মকান্ড, আইন শৃংখলার অবনতি মূলক কার্যক্রম, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোন কার্যকলাপ এবং শান্তি চূক্তি বিরোধি কার্যকলাপসহ যে কোন ধরনে অপকর্ম ও যে কোন অস্বাভাবিক পরিস্থিতি কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং তিনি আরও বলেন শান্তি চূক্তি বাস্তবায়নে সকলকে সাথে নিয়ে কাজ করা ও অত্র এলাকার শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থান অব্যাহত রাখা,আইন শৃংখলা স্বাভাবিক রেখে সকলকে সঙ্গে নিয়ে ও সাংস্কৃতিক ও খেলাধুলাসহ সকল ক্ষেত্রে এলাকার সার্বিক উন্নয়নে তিনি সকলের সমন্বয়ে আন্তরিকভাবে পাশে থাকার ঘোষণা দেন।
উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার, সহকারী ভূমি কমিশনার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, এপিবিএন সহকারী পুলিশ সুপার, থানার ভার প্রাপ্ত কর্মকর্তা(ওসি), ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানগণ, হেডম্যানগণ,কাঠ ব্যবসায়ীর প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী শিক্ষকপ্রতিনিধি, ছাত্রপ্রতিনিধি,সমাজসেবক, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।