।।নিজস্ব প্রতিনিধি।।
রাঙ্গামাটির বরকলে চিকিৎসকের অনুপস্থিতি ও অবহেলায় উমাপ্রূ মারমার মৃত্যুতে মানববন্ধন এবং স্মারকলীপি প্রদান করেছে এলাকাবাসী।
সোমবার (২২শে মার্চ) দুপুরে বরকল উপজেলার সদর হাসপাতালে ডাক্তারের অনুপস্থিতি ও উন্নত চিকিৎসার অভাবে উমাপ্রূ নামক ৪মাসের এক বাচ্চার মৃত্যুতে বিক্ষোভ সমাবেশ, মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বরকল উপজেলাবাসী।
এসময় তারা বলেন, দীর্ঘদিন যাবৎ বরকল উপজেলাধীন একমাত্র হাসপাতালটিতে রুগীদের চিকিৎসার ক্ষেত্রে চরম দুর্নীতি করা হচ্ছে। প্রতি মাসে দুদিনের জন্যও অত্র হাসপাতলে কখনো ডাক্তারের উপস্থিতি দেখা যায় না। ওষুধ স্টকে রেখেও অনেক সময় রুগীদের পর্যাপ্ত ওষুধ সরবারাহ করে না অত্র হাসপাতলের সংশ্লিষ্টগন। তাছাড়া হাসপাতালের আশেপাশের পরিবেশও যথেষ্ট নোংড়া। বিগত ২১শে মার্চ ২০২১ ইং তারিখে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার সদর হাসপাতালে ৪মাস বয়সী শিশু উমাপ্রূ’র যথেষ্ট চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে। দুদিন চরম ভোগান্তির পরেও কোন ডাক্তারের মুখ দেখতে পায় নি মৃতের পরিবার। অবশেষে গতকাল বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
তারা আরো জানায়, ২/১জন মেডিকেল সহকারী ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দিয়ে রোগীদের চিকিৎসা করায় হাসপাতল কতৃপক্ষ। যারা রোগীদের সাথে চরম দুর্ব্যবহার করে। উপজেলার ৫টি ইউনিয়নের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো প্রায় ১৫ বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় পরে আছে।
বিগত দিনে মৃত শিশুটি প্রথম দিন থেকে শ্বাসকস্ট থাকার পরেও আমরা শুধু আজকেই দুবার গ্যাস পেয়েছি। বাচ্চার অবনতি ঘটতে দেখে আমরা রাঙ্গামাটিতে নিতে চাইলে তারা আমাদের যেতে দেয় নাই। অধিকাংশ সময়েই হাসপাতালটি ডাক্তার শুন্য অবস্থায় থাকে। আর পর্যাপ্ত ওষুধের সংকট তো লেগেই থাকে। তার উপর অত্র হাসপাতালের মেডিকেল সহকারী ও নার্সদের ব্যবহার যথেষ্ট সমীচীন নয়। পরিবারের পক্ষ থেকে এমনটাই জানান মৃত শিশুটির আত্মীয়।
মানববন্ধন শেষে প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এস.এম মঞ্জুরুল হক এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট হাসপাতালে নিয়মিত ডাক্তারসহ অন্যান্য সুযোগ সুবিধাসহ উমাপ্রূ মারমার মৃত্যুতে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুল শাস্তির দাবী জানান তারা।