মো:ইসমাইল, পানছড়ি প্রতিনিধি:-
পানছড়ি কলেজ গেইট এলাকায় দেখা মিললো এক অসহায় দরিদ্র দম্পতি।পারিবারিক অবস্থা যেমন দুর্বল,তেমনি নেই কোনো বাড়িঘর।অন্যের বাসায় ভাড়া থেকে মানুষের কাজ করে সংসার চালায় স্বামী অাথুই মং মারমা(রাজু)।
এরই মাঝে সমস্যার বাধ সৃষ্টি হলো বিশালাকার ভাবে।প্রায় তিন মাস পূর্বে তাদের এক নবজাতক সন্তান পৃথিবীতে আগমনের পরপরই মৃত্যু ঘটে।ফলে সন্তানের মা পুতুলি ত্রিপুরার(৩০) পেটের ভেতর বিভিন্ন ধরনের ঘা এর সৃষ্টি হয়।ধীরে ধীরে পুতুলি ত্রিপুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে।একপর্যায়ে আলসার সহ বড় বড় রোগে আক্রান্ত হয়ে যান তিনি(পুতুলি ত্রিপুরা)।পরিবারের অস্বচ্ছলতার ফলে করতে পারছে না কোনো প্রকার চিকিৎসা।
উক্ত ঘটনাটি জানার পর ২২ মার্চ বিকাল ৪ টার সময় রোগীকে দেখতে যান সাংবাদিক মিঠুন সাহা রাজ ও পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো:নজরুল ইসলাম মোমিন। এই সময় তারা কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং আরো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
স্বামী অাথুই মং মারমা ও তার স্ত্রী পুতুলি ত্রিপুরা জানান,আমাদের পারিবারিক অবস্থা খুবই দুর্বল।নূন আনতে পান্তা ফুরায়।অন্যের বাসায় কাজ করে আমরা দুজন সংসার চালাই।কিন্তু বর্তমানে আলসার সহ নানা রোগে (স্ত্রী পুতুলি ত্রিপুরা)আক্রান্ত হওয়ায় পরিবারের ভরণ পোষণ ও অন্যান্য যাবতীয় কার্যক্রম চালানোতে ব্যাহত হচ্ছি।ডাক্তার বলেছেন দ্রুত চিকিৎসা করলে এ রোগ গুলি থেকে মুক্তি পাবার সম্ভাবনা আছে। এবং স্বামী অাথুই মং মারমা ও স্ত্রী পুতুলি ত্রিপুরা বলেন উক্ত বিষয় বিবেচনা করে আমাদের সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো:নজরুল ইসলাম মোমিন বলেন:আর্থিক ভাবে তারা খুবই গরীব।সঠিক চিকিৎসা পেলে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।সাংবাদিক ছোট ভাই মিঠুন তাকে ঔষধ কেনার জন্য কিছু আর্থিক সহায়তা দিয়েছে।এইভাবে প্রত্যেকের সহযোগিতায় রোগী সুস্থ হয়ে উঠবে।তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা প্রদান করে সহযোগিতা করা জন্য অনুরোধ জানাচ্ছি।