ডেস্ক রিপোর্ট :
করোনাভাইরাস এর প্রতিষেধক ‘কোভিড-১৯ (ভেকসিন) টিকার ১ম ডোজ ২২ই মার্চ দুপুর ২টায় মহেশখালী হাসপাতালের কম্পাউন্ডে মহেশখালী হাসপাতালের টি এইচ ও (ইনচার্জ) ডাঃ মাহফুজুর রহমানের সার্বিক তত্বাবধানে টিকা দিয়েছেন-মহেশখালী প্রেসক্লাবের সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক সিনিয়র সাংবাদিক সরওয়ার কামাল।
টিকা প্রদানকালে উপস্হিত ছিলেন-মহেশখালী হাসপাতালের টি এইচ ও (ইনচার্জ) ডাঃ মাহফুজুর রিপোর্ট হমান, বিজিবি (বিডিআর) মোহাম্মদ খায়রুল্লাহ, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এম রমজান আলী সহ নার্স ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
টিকা প্রদানকালে হাসপাতালের ইনচার্জ ডাঃ মাহফুজুর রহমান বলেন, প্রতিটি লোকজনের করোনাভাইরাসের টিকা প্রদান করা কর্তব্য হয়ে পড়েছে, আমরা সকলকে আহবান জানায় সকলে টিকা দিন সুস্হ থাকুন।