আলীকদম (উপজেলা) প্রতিনিধি:
” মাস্ক পরার অভ্যেস করোনা মুত্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মহামারি কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বান্দরবানের আলীকদম থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ মার্চ) সকাল ১০টায় আলীকদম উপজেলার পানবাজার এলাকায় বিভিন্ন ধরনের যানবাহনের চালক হেলপার, যাত্রী ও পথচারীদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) কাজী রকিব উদ্দীন।
আলীকদম থানার ওসি কাজী রকিব উদ্দীন বলেন, কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ দেশের মানুষের নিরাপদ সহ স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সবসময় আন্তরিক ভাবে কাজ করছে, তিনি সকলকে মাস্ক ব্যবহার ও সচেতনা সহ গণজমায়েত থেকে নিরাপদ থাকার আহ্বান জানান। ২১ মার্চ থেকে ‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হয়েছে। মাস্ক বিতরণ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করছে পুলিশ।
তিনি আরও জানানন- আইজিপির নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে দেশ ব্যাপী পুলিশ বিনামূল্যে মাস্ক বিতরণ শুরু করেছে। তিনি আরো বলেন রোববার থেকে থানার সব এলাকায় থাকবে নজরদারি। এলাকাভিত্তিক পুলিশ সদস্যরা জনসাধারণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করবেন। আপনারা নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, মাস্ক ব্যবহার করবেন,সাবান দিয়ে নিয়মিত হাত ধুত করবেন, সামাজিক দুরত্ব বজায় মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করেন। পরে বাজার এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন বিএ ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদ, আবুল কাসেম পরিচালক এটিসি ট্যোবাকো, মংফো প্রু মার্মা ইউপি সদস্য আলীকদম ইউনিয়ন পরিষদ, স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ এলাকার জনসাধারণ উপস্হিত ছিলেন।