হাবীবুল্লাহ মিসবাহ ,রাজস্থলী প্রতিনিধি:
অদ্য ২১ মার্চ রোজ রবিবার বিকাল ৩ ঘঠিটার সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবুল কালাম আজাদের বিদায় উপলক্ষে রাজস্থলী প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাজস্থলী উপজেলা শাখার সভাপতি জনাব সুরেশ কুমার তংচঙ্গ্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষা অফিসার জনাব আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রহিম, রুপান্তর পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন রানা, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক হারাধন কর্মকার।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব সুইচিং হ্লা মারমা, জনাব এস এম আশরাফ , জনাব ইউসুফ আলী, আবুল কাশেম চৌধুরী, মংসাহ্লা মারমা, পাইথুইঅং খেয়াং, সিবলী প্রসাদ বডুয়া,সুথিল তঞ্চগ্যা প্রমুখ। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। শিক্ষকদের চোখের অশ্রু নিয়ে বিদায় নিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। তিনি দীর্ঘ তিন বছর ধরে রাজস্থলী উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন। এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মংথ মারমা।