টুয়েল চাকমা, নানিয়ারচর প্রতিনিধিঃ
কোভিড ১৯ সংক্রমণ রোধে নানিয়ারচর থানার পক্ষ থেকে (২১শে মার্চ) রবিবার সকাল এগারো টায় জনসচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেশে নতুন করে কোভিড ১৯ ভাইরাস বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে সচেতন করার জন্য নানিয়ারচর থানার দায়িত্বরত ওসি সাব্বির রহমান এর নির্দেশে কর্মসূচি গ্রহন করা হয়েছে।
পুলিশ জনতার বন্ধু তাই জনগণের বিপদে এগিয়ে আসা হলো পুলিশের দায়িত্ব। তারই ধারাবাহিকতায় নানিয়ারচর থানার আয়োজনে নানিয়ারচর উপজেলা সদর, নানিয়ারচর বাজার ও বিভিন্ন আশেপাশের এলাকায় নিজে উপস্থিত থেকে মাস্ক বিতরণ এবং জনসচেতনতা মূলক মাইকিং করেছেন।
দেশে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ফ্রন্ট লাইনে এই ভাইরাসটিকে সচেতনতা মোকাবিলায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে পুলিশ,কিন্তু ইদানিং কিছু মানুষের অবহেলার ও অসচেতনতার কারনে নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে কোভিড ১৯ করোনা ভাইরাসটি। সাধারণ মানুষকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য নানিয়ারচরে নতুন করে মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সরোজমিনে গিয়ে দেখা যায়,নানিয়ারচর থানার কর্তব্যরত ওসি সাব্বির রহমান নিজেই সকলের দুয়ারে দুয়ারে মাকিং করে বেড়াচ্ছেন।পাশা পাশি দেখা গিয়েছে মাক্স বিতরণ সহ হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যাবহার করতে পরামর্শ দিয়ে যাচ্ছেন।
ওসি সাব্বির রহমান রাঙ্গামাটি নিউজটোয়েন্টিফোরকে জানিয়েছেন, উপজেলায় সকল ইউনিয়নে এই কার্যক্রম পর্যায়ক্রমে অব্যহত থাকবে,এবং সকলকে কোভিড ১৯ টিকা গ্রহনসহ সুস্বাস্থ্য কামনা করেছেন।