মোঃ গোলামুর রহমান
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙ্গামাটি লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যভাবে দিবসটি পালন করা হয়।
বুধবার (১৭ মার্চ) সকাল ১০টার সময় লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মঈনুল আবেদীন এর সভাপতিত্বে কেক কেটে উক্ত দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইন্চার্জ আরিফুল আমিন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাকতার অরবিন্দু চাকমা,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, প্রেসক্লাব সভাপতি এখলাছ মিঞা খান,মুক্তি যুদ্ধা শাহ নেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্কুল, মাদ্রাসার শিক্ষকগণ।
এর আগে উপজেলা প্রশাসন, লংগদু প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ,আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন, মুক্তি যুদ্ধা, বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে সম্মান প্রদর্শন করেন। এসময় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীতার প্রতিযোগীদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়।