জুরাছড়ি প্রতিনিধি,রাঙ্গামাটি:
১৪ মার্চ ২০২১ ইং তারিখে ৭ বীর জুরাছড়ি জোন সদর এর আওতাধীন লুলাংছড়ি টিওবিতে ধন বিকাশ চাকমা ( জেএসএস মূলদল) সন্দেহে ডেকে আনার পর জিজ্ঞাবাদ করা হলে উক্ত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তাহার বাড়ি ঘন্টিছড়া নামক এলাকায় ক্যাপ্টেন আহমেদ রুবায়েত তানভীর আনান এর নেতৃত্বে একটি বি টাইপ টহল দল বাড়ি তল্লাশি করে দুইটি দেশীয় তৈরি এক নলা বন্দুক (এলজি) এবং নিম্নবর্নিত সরঞ্জামাদি উদ্ধার করেছেন।
আটককৃত আসামিকে ১৫ মার্চ ২০২১ ইং তারিখ ১১.৪০ ঘটিকায় ৭ বীর জুরাছড়ি জোন সদরে নিয়ে আসার পর পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আটককৃত আসামির নাম
ধন বিকাশ চাকমা(পাকিস্তান)-৩২
পিতা :জ্বলন্ত মোহন চাকমা
সে ঘন্টিছড়া গ্রামের
৭ নং ওয়ার্ড ১নং জুরাছড়ি ইউনিয়নের স্থায়ী বাসীন্দা।
উদ্ধারকৃত মালামালের মধ্যে যা ছিলো
এক নালা বন্দুক -০২ টি,বুলেট -১৫ রাউন্ড,ক্লিনিং রড-০১ টি,গান পাউডার, প্যাক,মোবাইল-০১ এবং সিমকার্ড -০১,ব্যাটারি-০৪,গোলাবারুদ তৈরি সরঞ্জাম যার মধ্যে কষ্টেপ,গ্যাস লাইট,দিয়াসলাই ম্যাচ, ব্লেড,তুলা ( কটন), তাস ৫ সেট