অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে জোড় করে ধর্ষণের অভিযোগে মো. সুমন মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৪ মার্চ) দিবাগত রাতে নতুন বাজার সংলগ্ন স্বর্ণটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাপ্তাই থানা পুলিশ।
সুমন ওই এলাকার মোরশেদ মিয়ার ছেলে। সে পেশায় একজন দৈনিক শ্রমিক বলে জানায় পুলিশ।
রাতে বাড়িতে একা পেয়ে ওই স্কুল ছাত্রীকে জোড় করে ধর্ষণের দায়ে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন। এ ঘটনায় বাদি হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর পিতা। রাতেই স্বর্ণটিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
ওসি নাছির উদ্দীন জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণিতে পড়ে। ওই যুবক প্রায়ই ভুক্তভোগী স্কুলছাত্রীকে রাস্তাঘাটে উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে একা পেয়ে স্কুলছাত্রীকে জোড় করে ধর্ষণ করে সুমন। আজ দুপুরে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।