মোঃ গোলামুর রহমান,লংগদু প্রতিনিধি :
রাঙ্গামাটি লংগদু উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পাশের নদীর পাড়ে পানিতে ভাসমান অবস্থায় একটি নবজাতক শিশুকে উদ্ধার করে লংগদু থানা পুলিশ।
রবিবার (১৪ মার্চ) সকালে এলাকাবাসী শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। তারপর লংগদু থানা পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে।
লংগদু উজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাকতার অরবিন্দু চাকমা বলেন, শিশুটি আমাদের হাসপাতালে মায়ের গর্ভ থেকে মৃত জন্মগ্রহণ করে। ছেলেটি জন্মগত ভাবে মাথায় ত্রুটি ছিলো। তিনি বলেন রোগীকে খুব খারাফ অবস্থায় হাসপাতাল নিয়ে আসে তার পরিবার, পরে হাসপাতালেই শিশুটি মৃত অবস্থায় জন্ম হয়। তাদের বাড়ি ৪নং বগাচতর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিন মারিশ্যাচর।
এদিকে পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১১ মার্চ রাত প্রায় ১ টার সময় নবজাতক টি হাসপাতালে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। পরে সকাল বেলা পরিবারের লোকজন হাসপাতালের পাশে নদীর পাড়ে বালি গর্ত করে শিশুটিকে দাপন করে রোগীকে নিয়ে বাড়িতে চলে যায়।
লংগদু থানার অফিসার ইন্চার্জ আরিফুল আমিন বলেন, বিষয়টি আমরা জেনেছি, আমাদের পুলিশ গিয়ে লাশটিকে উদ্ধার করে। পরে হাসপাতাল সূত্রে নবজাতকের পরিচয় পাওয়া যায় এবং এসময় পরিবারে আত্মীয় স্বজন থানায় আসলে আমরা তাদের হাতে নবজাতকের লাশ তুলে দেই।