লেখক:মো:সফিকুল ইসলাম।
অচেনা দেশের মানুষ।
তুমি কি, আমার সোনার বাংলা দেখেছো।
যেখেনে গাঁয়ের বধুর
আলতা রাঙ্গা পায়ে।
পায়েলের রিমিঝিমি
আওয়াজ তুলে
নদী থেকে জল আনে।
যেখানে কৃষক মাঠিতে,
লাঙ্গল চালিয়ে ফসলি
আবাদ ঘরে তুলে।
যেখানে কৃষাণী বধু
ভাতের বাটি সাজিয়ে
ভাত নিয়ে যায় মাঠে।
ক্লান্ত কৃষক।
কৃষাণীর তাল পাতার বাতাসে
তার ক্লান্তি দুর করে।
তুমি কি আমার সোনার বাংলা দেখেছো?
যেখানে জেলে ভাই
মাছ দরে।
মাছে ভাতের বাঙ্গালীর
কথাটি সাজিয়ে রেখেছে
বাঙ্গালীর মনের কুটিরে।
অচেনা দেশের মানুষ।
আমার দেশের বাঁশির সুর সুনে
তুমি মুগ্ধ হবে।
তুমি কি যানো
এই বাংলার ভাষা রক্ত দিয়ে কেনা।
একটি রক্তের ফুটা যেনো
একটি বাংলা বর্ণ।
এই বর্ণ ছালামের বর্ণ। এই বর্ণ রফিকের বর্ণ।
তুমি কি যানো,
এই বাংলার মাঠি রক্ত দিয়ে কেনা।
ত্রিশ লক্ষ শহিদের রক্তে রনজিত
এই মাঠি।
এই তো আমার সোনার বাংলা
ছয়টি ঋতুর বাংলাদেশ।
আমার দেশের বসন্ত ঋতুতে
গাছে গাছে ফুল আর,,,,,,,
কোকিলের গান কি
শুনেছো?
তোমার ভালো লাগবে
তুমি যুদি সুনো।