বাগেরহাট প্রতিনিধি:
মোংলায় ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২১ উদযাপন উপলক্ষে “পশুর নদী বাঁচাও সুন্দবন বাঁচাও” শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিতো হয়েছে। রবিবার ১৪ মার্চ সকাল ১০ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার এর আয়োজনে মোংলা পশুর নদী চরকানায় এ মানববন্ধন অনুষ্ঠিতো হহয়।মানববন্ধন সমাবেশে stop plastic pollution, save poshur river,save the sundorbon’s,Time for Nature,Green recovery green jobs,clean river Hhealthy life,stop coal stop Nuclear লেখা সম্ভলিত বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহন করে।
মানববন্ধনের সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আহবায়ক পশুর রিভার ওয়াটারকিপার সাবেক উপজেলা ভাইস চেয়্যারম্যান নূর আলম শেখ। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন,বাপা নেতা সাংবাদিক এম এ সবুর রানা,কমলা সরকার,আব্দুল রশিদ হাওলাদার,গীতীকার মোল্লা আল মামুন পশুররিভার ওয়াটাকিপার ভ’লান্টিয়ার মাহারুফবিল্লাহ, মেহেদী হাসান বাবু, শেখ রাসেল, পরাগ মনি রাজু প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন,সুন্দরবনের প্রাণ পশুরনদীর দূষণ ও দখল রুখতে হবে। মুনাফা লোভী ব্যবসা-বাণিজ্য এবং বেপরোয়া শিল্পায়চনের দ্বারা আক্রান্ত পশুরনদী। প্রতিনিয়ত পশুরনদীতে তেল-কয়লা-সারভর্তি কার্গো ও জাহাজডুবির ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার তৎপরতা লক্ষ্য করা যায় না। ব্যাপকহারে প্লাস্টিক দূষণদ্বারা ও বিপর্যস্ত পশুরনদীর প্রাণবৈচিত্র। এছারাও বক্তারা অবিলম্বে নদী-খালের অবৈধ বাঁধ অপসারণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।