টুয়েল চাকমা,নানিয়ারচর প্রতিনিধি :
জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশে ভোটারদের পর্যায়ক্রমে ডিজিটাল আইডি কার্ড (স্মার্ট কার্ড) বিতরন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি ইসলামপুরের আশে পাশের পাড়া গুলোতে ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
সকাল ১০টা থেকেই দেখা গেছে ভোটারদের উপচে পড়া ভিড়। স্মার্ট কার্ড পেয়েছেন কয়েকজন সাক্ষাৎ করে তাদের অনুভুতি জানতে চাইলে তারা বেশ কৌতুহল প্রকাশ করেন। নিরুপা চাকমা ও প্রিয়সি চাকমা বলেন, আমরা স্মার্ট কার্ড হাতে পেয়ে অত্যন্ত খুশি। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও আশীর্বাদ করেন।এসময় উপস্থিত ছিলেন,
জনাব মোঃ সফিউল ইসলাম, জনাব মালেক মেম্বারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
নানিয়ারচর নির্বাচন অফিসের স্টাফ পাইলাপ্রু মারমা জানিয়েছেন, আজ স্নার্ট কার্ড বিতরণের পর যারা কার্ড অসুবিধার জন্য কার্ড নেওয়ার জন্য আসতে পারেনি তারা আগামী ২০/০৩/২১ এরপর নানিয়ারচর প্রধান অফিস থেকে তাদের স্মার্ট কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, যাহারা ২০১৯ সালে নিবন্ধিত হয়েছে এবং বয়স যাদের ০১/০১/২০০২ পর্যন্ত তাহারাই শুধু মাত্র এই স্মার্ট কার্ড পাবেন।