হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি রাজস্থলী উপজেলার এক কর্মী সভায় বলেছেন, “বাংলাদেশ ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আওয়ামীলীগ সংগঠনের বিরুদ্ধে একটি কুচক্রী মহল নানা ধরনের ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্রের ধারা অব্যাহত রয়েছে। তাই দেশ ও দলকে বাঁচাতে দলের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার কোন বিকল্প নেই। দলের মধ্যে কাদা-ছুড়াছুড়ি ও বিবেদ সৃষ্টি না করে নেতাকর্মীদের ঐক্য গড়ে তুলতে হবে”।
গত ১১ই মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল ৪টায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের গণমিলনায়তনে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,
সারাদেশসহ পাহাড়েও সাম্প্রদায়িকতার ভুল বার্তা নিয়ে অনেকে রাজনীতি করছে এবং আমরা গণমাধ্যমে লক্ষ্য করেছি যে, পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে নারীরা বঞ্চিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর এমন অভিযোগ সত্য নয়। নারীর অধিকার শুধু মাত্র কি শান্তির কারণে চুক্তিতে সংরক্ষিত হবে প্রশ্ন রেখে তিনি বলেন, সারা বিশ্বে নারীরা যেখানে বলছে আমরা সমঅধিকার চাই, সমমূল্যায়ন চাই। সুতরাং সমমূল্যায়ন কিংবা অধিকার বৈশ্বিক এক বিষয়। সারাদেশে যদি নারীরা মূল্যায়ন না পায় তাহলে আমরাও পাবো না।
কিন্তু পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতারা বলছে শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে নারীরা অধিকার পাচ্ছে না। এখানের জনসংহতি সমিতির আঞ্চলিকতা নিয়ে রাজনীতি করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে জেএসএস এর আঞ্চলিক রাজনীতির প্রবণতা আওয়ামীলীগের বড় চ্যালেঞ্জ। তারা চায় না জাতীয় রাজনীতির মূলধারা পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করুক। তারই অংশ হিসেবে পাহাড়ের উন্নয়ন কর্মকান্ডে নানাভাবে বাধা সৃষ্টি করে। কিন্তু আমরা তাদের এসব বাধা-বিপত্তি পেরিয়ে আমরা চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছি। আমরা মনে করি, পার্বত্য চট্টগ্রামের সব ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীর বিকাশ, ঐহিত্যসহ তাদের সবকিছু সংরক্ষণের জন্য একটি ভালো সরকার দরকার। আর সেই সরকার হলো আওয়ামীলী। কারণ আওয়ামীলীগ জনগণের দল।
এই কর্মী সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি জনাব উবাচ মারমা। এসময় আরও উপস্থিত ছিলেন,
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, দপ্তর সম্পাদক রফিক তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, রাঙ্গামাটি জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শহীদুজ্জামান মহসীন রোমান, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচিং মারমা, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা বক্তব্য রাখেন।
এই কর্মী সভা সঞ্চালনা করেন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা।