অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই প্রেস ক্লাব পরিদর্শন করলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। বুধবার ( ১০ মার্চ) সকালে তিনি প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় পুলিশ সুপারের সফরসঙ্গী হিসেবে কাপ্তাই প্রেস ক্লাবে পরিদর্শনে আসেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মারুফ আহমেদ, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব এবং কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন।
আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাধারন সম্পাদক ঝুলন দত্ত।
এইসময় কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ ভাই, সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, দৈনিক ইনফো বাংলার কাপ্তাই প্রতিনিধি অর্নব মল্লিক উপস্থিত ছিলেন।
পরির্দশন কালে এসপি মীর মোদদাছছের হোসেন বলেন, সাংবাদিক এবং পুলিশ সদস্যরা পরস্পরের প্রতি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এক সাথে কাজ করে আসছে। জাতির পিতার সোনার বাংলাকে এগিয়ে নেবার জন্য আমরা বন্ধ পরিকর। এই ক্ষেত্রে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।