হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা জনাব আবদুস সাত্তার ৬টি প্লাটুনের পিসি, কমান্ডার, সদস্যদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করেন।
৯ মার্চ রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘঠিকার সময় বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতবিনিময় ও পরিচিতি সভায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জনাব আব্দুস সাত্তার প্রথমে পিসি ও কমান্ডারদের বক্তব্য শুনেন।
এরপর তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আনসার ভিডিপিকে একটি আধুনিক বাহিনীতে রুপান্তরিত করবে। আনসার ভিডিপি সদস্যরা সামান্য সন্মানি ভাতার মাধ্যমে বিনা বেতনে এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারীর কাজে নিয়োজিত রয়েছে। বিষয়টি আনসার ভিডিপির মহা পরিচালকের নিকট মৌলিক ভাবে অবগত করা হয়েছে।
তার একটি বাস্তব সুরহা অতি শীঘ্রই উক্ত বাহিনী উপভোগ করবেন বলে জানান। হতাস না হয়ে সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডকে জন সম্মুখে তুলে ধরার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ঝাংকা পাড়া আনসার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জনাব মাহাতাব উদ্দিন, আনসার ভিডিপির টি আই মর্জিনা বেগম, পিসি আবদুল আউয়াল, পিসি আয়ুব আলী, পিসি আব্দুর রাজ্জাক শেখ, পিসি আব্দুর ছাত্তার গাইন, পিসি আবদুল জলিল সানা, পিসি আবদুল জলিল মোড়ল, দলনেতা ওসমান শেখ, আনসার কমান্ডার রফিকুল ইসলাম, ইউনিয়ন দলপতিসহ ৬টি প্লাটুনের সদস্য গণ উপস্থিত ছিলেন।