মংহাইথুই মারমা,রুমা(বান্দরবান) প্রতিনিধিঃ
গত ৮রা মার্চ তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণের শেষে উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা মো: ইয়ামিন হোসেন জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী (১৭ই মার্চ) বুধবার বান্দরবানে রুমা উপজেলার ভলিবল টুনার্মেন্ট শুরু করা হবে।
আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি টুনার্মেন্টে বিষয়ে নিশ্চিত করেছেন। তারই পরিপ্রেক্ষিতে খেলা পরিচালনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
সূত্রে জানা যায়, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস/২০২১ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক “মহান স্বাধীনতা দিবস ভলিবল টুনার্মেন্ট-২০২১” বুধবার বিকাল ২:৩০মিনিটে রুমা শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উদ্ধোধন খেলায় উপস্থিত থাকছেন, উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা,নির্বাহী ককর্মকর্তা মো: ইয়ামিন হোসেন,বান্দরবান জেলা পরিষদে সদস্য জুয়েল বম,সাঙ্গু কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমাসহ আরো অনেকে প্রমূখ।