দিলোয়ারা আক্তার, কাউখালী প্রতিনিধি:
নারী দিবস পালন করা হয় নারীদের সম্মান জানানোর জন্য। নারীদেরকে সকল ক্ষেত্রে সমান অধিকারের জন্য ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আর এই নারী দিবসের দিনই কাউখালী উপজেলার নাইল্লাছড়ি ডলু এলাকায় এক দুষ্ট লোক নিজের কুৎসিত রূপের বহিঃপ্রকাশ করে দেখালো কাউখালী বাসীকে।
গত ৮ই মার্চ রোজ সোমবার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে নাইল্লাছড়ির ছোট ডলু এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মোঃ মনির কে আটক করা হয়।
ভুক্তভুগি মেয়েটির মা জানান; সোমবার দুপুরে মেয়ে গোসল করতে বের হলে তাঁর প্রতিবেশী মোঃ মনির তাকে সিগারেট আনতে পাঠায়। সিগারেট নিয়ে এলে তাকে জোড় পূর্বক বাড়ির পাশে একটি পাহাড়ে নিয়ে শ্লীতাহানির চেষ্টা করে এবং মেয়েটিকে এক ঘন্টা আটকে রাখে। মেয়েটি অনেক চেষ্টা করে সুযোগ বুঝে পালিয়ে এসে মাকে বিষয়টি জানায়। তৎক্ষনাৎ মেয়েটির মা কাউখালী থানায় এসে অভিযোগ করেন।
পরে কাউখালী থানার একটি টিম অভিযানে নামে এবং রাতে অভিযুক্তকে আটক করা হয়।
আজ সকালে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়।