হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি:
অদ্য ৯ই মার্চ রোজ মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা বেসরকারি সংস্থা (এনজিও) কারিতাস এগ্রো- ইকোলজি প্রকল্পের উদ্যাগে সকাল ১০ ঘঠিকার সময় ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পাড়া এলাকার উপকার ৩ শত উপকার ভোগিদের মাঝে কোভিড -১৯ আক্রান্ত বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগনের জন্য জরুরী সহায়তা প্রকল্পের আওতায় নগদ অর্থ ও হাইজিন প্যাকেজ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সরঞ্জামাদির মধ্যে ছিল ৩০ দিনের জন্য।
প্রতি পরিবারের জন্য তিন হাজার টাকা ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে। বিতরের সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নিবার্হী অফিসার জনাব শেখ ছাদেক মহোদয়, বান্দরবান কারিতাস পেপ প্রকল্পের পি ও রুপনা দাশ, কারিতাস চট্রগ্রাম বিভাগের দূর্যোগ ব্যবস্থাপনা অফিসার দানিয়েল শিপু গোমেজ, ইউপি চেয়ারম্যান স্বরসতী ত্রিপুরা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লংবতি ত্রিপুরা ,উপজেলা কারিতাস এগ্রো- ইকোলজি প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, কারিতাস সি ডি ও বিক্রম চাকমা, ফিল্ড অফিসার মচরন ত্রিপুরাসহ জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।