মংহাইথুই মারমা,রুমা(বান্দরবান) প্রতিনিধিঃ
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশসহ বান্দরবানে রুমা উপজেলার নানা কর্মসূচিতে সোমবার(৮.০৩.২০২১) সকালে উপজেলা পরিষদ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
বান্দরবান জেলা পরিষদ, ইউএনডিপি ও কানাডা এই নারী দিবসকে উন্নয়ন ও সফলতা করার লক্ষ্যে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। ২০২১ নারী দিবসে মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন চাকমা সংঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা,আলোচনা সভায় সভাপতি নির্বাহী কর্মকর্তা মো: ইয়ামিন হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বম,মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা,রুমা থানার এসআই মো: আব্দুল্লাহ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. বামংপ্রু মারমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিভাগের কর্মকর্তারা সাথে নর-নারী সকলে এ আলোচনা সভায় অংশ নেন।
নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি পালন করছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে।
এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব।
প্রধান অতিথি উহ্লাচিং মারমা বলেন, এদেশের নারী পুরুষের যৌথ প্রচেষ্টায় বিনির্মাণ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। “নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।”
মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা বক্তব্যের মাঝে বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
“বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।”
নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সম অধিকারের বিষয়টি সংবিধানে নিশ্চিত করেছেন।“লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। আমাদের জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা গ্রহণ করেছি নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপ।”
পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বম বলেন, জাতীয় অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ছে“বিভিন্ন মন্ত্রণালয়ে জেন্ডার রেসপন্সিভ বাজেট প্রণয়নসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায়ের নারীদের আত্মকর্মসংস্থানমূলক কর্মে অন্তর্ভুক্ত করা হচ্ছে। হ্রাস পাচ্ছে নারীর দারিদ্র্য।”
নারী দিবস শেষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কতৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ শুরু করে পরে উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা মো:ইয়ামিন হোসেন সমাপ্তি ঘোষণা করেন।