বরকল, রাঙ্গামাটি প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সারা বাংলাদেশের ন্যায় বরকলে আনন্দ উদযাপন করা হয়েছে ।
রোববার (০৭ মার্চ) সকাল থেকে সারাদিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মন্জুরুল আলম, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কাজী জসিম উদ্দিন।
বরকল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলি রাণি ঘোষ, উপজেলার উর্ধবতন কর্মকর্তা কর্মচারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মন্জুরুল হক বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ বাঙালী-জাতির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকন্ঠে যে কালজয়ী ভাষণ দিয়ে ছিলেন, তার মধ্যে নিহিত ছিল বাঙালীর মুক্তির ডাক।
বরকল উপজেলায় “ঐতিহাসিক ৭ই মার্চ” দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃতি, চিত্রাংকন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।