প্রেস বিজ্ঞপ্তি :
——-
জাতির র জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী-২০২১ উৎযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ নানিয়ারচর উপজেলা শাখা এবং সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত
ঃ১৭ মার্চ দিনব্যাপী কর্মসূচিঃ-
*** সকাল ৬.০১ মিঃ
দলীয় কার্যালয়ঃ-
জাতীয় সংগীত পরিবেশন এবং দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।
*** সকাল ৮.০১ মিঃ
দলীয় কার্যালয় হতে রেলী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
এবং দরিদ্র ছাত্র ছাএীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন।
*** বাদ জোহর :
সকল মসজিদে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ।
এতিমখানার এতিম ছাত্র ছাএীদের মাঝে খানা ও মিষ্টি পরিবেশন।
অন্য অন্য ধর্মীয় উপাশনালয় সুবিধা জনক সময় বিশেষ প্রার্থনা।
*** বিকেল ৩.০০ ঘটিকায়
বঙ্গবন্ধুর জীবন শীর্ষক আলোচনা সভা।
সভাশেষে জন্ম দিনের কেক কাটা।
*** সন্ধ্যার পরপর
জন্ম শত বার্ষিকী উপলক্ষে ১০০ টি আতশ বাজি উড্ডয়ন।
*** সন্ধ্যায়
সাংস্কৃতিক অনুষ্ঠান।
বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উৎযাপনকে চির স্বরনীয় করে রাখার জন্য দলীয় সকল নেতা কর্মিগণদের ও সমর্থক বৃন্দদেরকে যথা সময় নানিয়ারচর উপজেলা দলীয় কার্যালয় উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করাহলো।
শুভেচ্ছায়ান্তে
মোঃ আব্দুল ওহাব হাওলাদার
সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ
নানিয়ারচর উপজেলা শাখা।