মংহাইথুই মারমা,রুমা(বান্দরবান) প্রতিনিধিঃ
আজ ঐতিহাসিক ৭ই মার্চ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার আহ্বান সংবলিত ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ভাষণের দিনটি এবার প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।
২০১৭ সালে বঙ্গবন্ধুর এই ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। জাতীয় দিবস উপলক্ষে আজ রবিবার(৭মার্চ) বিকালে বান্দরবানে রুমা উপজেলা পর্যায়ে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আওয়ামীলীগ ।
বিকালে আ.লীগ কার্যালয় থেকে র্যালী বের হয়ে বাজারে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় আ.লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এ র্যালীতে আ.লীগের বিভিন্ন সংগঠনের নেতা-নেত্রীবৃন্দরা অংশগ্রহণ করেছেন।
পরে আলোচনা সভায় যোগ দিলেন উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা,পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বম,মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, বিশিষ্ট ব্যাবসায়ী ও ঠিকাদার রতন কান্তি দাশ,সদর ইউনিয়ন চেয়ারম্যান শৈবং মারমা শৈমং, পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান উহ্লামং মারমাসহ ছাত্রলীগ, যুবলীগ,কৃষকলীগ ও আ.লীগের বিভিন্ন সংগঠনের নেতারা প্রমূখ।
পরে উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, জাতির পিতার ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। লেখক ও ইতিহাসবিদ জ্যাকব এফ ফিল্ডের বিশ্বসেরা ভাষণ নিয়ে লেখা গ্রন্থে এই ভাষণ স্থান পেয়েছে। অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে বঙ্গবন্ধুর এই ভাষণ। এটি ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, যা গোটা দেশ ও জাতির জন্য অত্যন্ত গর্বের।
সদর ইউনিয়নে চেয়ারম্যান শৈবং মারমা বলেন, “স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন। মহান এই নেতার সে স্বপ্নপূরণে আমাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ ঘোষণা করেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সন্ধিক্ষণে এসব কর্মসূচি বাস্তবায়নে আমি দল-মত-নির্বিশেষে সকলকে নিজ-নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানাই।”
পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান উহ্লামং বলেন, ৭ই মার্চ ও বঙ্গবন্ধু তাৎপর্যকে সামনে রেখে আমাদের এই উদযাপন। তাই রুমা উপজেলার কেন্দ্রীয় কর্মসূচির আলোকে প্রাথমিক বিদ্যালয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া ৭ মার্চ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা,কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে রুমায় মডেল স্কুলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা।