মোংলায় ঐতিহাসিক ৭ মার্চ পালন।
মোংলা প্রতিনিধি:
মোংলায় নানা আয়োজনে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। দিনটি উপলক্ষে আজ রবিবার সকাল ১০ টায় মোংলা উপজেলা ও পৌর আ’লীগ ও সহোযোগী সংগঠনের আয়োজনে আ’লীগের দলীয় কার্যালয়ে অলোচনা সভা অনুষ্ঠিতো হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনিল কুমার বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ানম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভা মেয়র শেখ আঃ রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজামান জসিম, পৌর আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বাবলু, পৌর যুবলীগের সাধারণ সস্পাদক শেখ আল-মামুন, পৌর সেস্বাসেবকলীগের সভাপতি মিজান তালুকদার, শেখ শাহরুক বাপ্পী সহ সকল পৌর কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, এবং আওয়ামীলীগের সকল সহোযোগী সংগঠনের নেতা-কর্মিরা। সভায় বক্তরা বলেন,বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেই ভাষণ ছিল এক মহামন্ত্র।
একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর সহ ৭৫ এর নিহত সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মোংলা উপজেলা আ’লীগ, মোংলা পোর্ট পৌর সভার মেয়র সহ কাউন্সিলরা,মোংলা থানা পুলিশ, সহ পৌর অ’লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এদিকে দিনটি উপলক্ষে মোংলার ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অালোচনা সভা দোয়া মাহাফিল অনুষ্ঠিতো হয়েছে।