মোঃ গোলামুর রহমান,লংগদু উপজেলা প্রতিনিধি :
রাঙ্গামাটি লংগদু উপজেলায় লংগদু প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক জাতীয় ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।

রবিবার (৭ইমার্চ)সকাল ১০ টার সময় লংগদু উপজেলা পরিষদের হল রুমে ৭ই মার্চ এর তাৎপর্য ও জাতিরজনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের ভাষনের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এর আগে লংগদু উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে সম্মান প্রদর্শন করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত করেন লংগদু কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও ঃ রেজাউল করিম সাহেব।
এসময় উপস্থিত ছিলেন লংগদু উজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের উপজেলা সভাপতি আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল আবেদীন, লংগদু থানা অফিসার ইন্চার্জ আরিফুল আমিন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু,ভাইস চেয়ারম্যান (মহিলা) আনোয়ারা বেগম সহ মুক্তি যুদ্ধা, উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র/ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানের শেষে ৭ই মার্চের ভাষন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।