সুশান্ত তঞ্চঙ্গাঁ,আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মোঃ সেলিম উদ্দীন সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। গত (১৭ ফেব্রুয়ারি) আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় সভায় ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে (মেম্বার পদে) আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
মোঃ সেলিম উদ্দীন দীর্ঘদিন ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ৬ নং ওয়ার্ড কমিটির দায়িত্বে ছিলেন এরপর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি ২নং চৈক্ষ্যং ইউনিয়ন শাখার অধীনে দায়িত্বে ছিলেন।তিনি বর্তমানে ২ নং চৈক্ষ্যং ইউনিয়ন আওয়ামীলীগে কার্যকরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নিঃস্বার্থ জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যাক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ হিসেবে।
দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষকে। ভয়াবহ মহামারী করােনায় ছিলেন সাধারণ মানুষের মাঝে।
মোঃ সেলিম উদ্দীন করােনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
কয়েকজন স্থানীয়রা বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুণ রাজনীতিবিদ নিঃস্বার্থ সমাজসেবক মোঃ সেলিম উদ্দীন কে ৬নং ওয়ার্ড মেম্বার হিসেবে আমরা দেখতে চাই।
সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ সেলিম উদ্দীন বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হলে ৬ নং ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। তিনি আরো বলেন বর্তমানে ৬ নং ওয়ার্ড একটি জনবহুুল এলাকা,এখনো অনেক উন্নয়নের কাজ বাকি আছে,এখনো যেসব গ্রামে বিদ্যুৎ পৌঁছাই নাই সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আমি বিশুদ্ধ নিরাপদ পানির ব্যবস্হা করবো এটাই প্রতাশা।