শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
বান্দরবান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজার জন্মদিন পালন করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদল।
৬ মার্চ রাত ৯ টায় ঘুমধুমস্থ অস্থায়ী কার্যালয়ে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী।
এ সময় ঘুমধুম ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আকবর,সিনিয়র সহসভাপতি মিজানুল বশর মিজান,ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর,ঘুমধুম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি নুরুল আবসার,যুবদল নেতা আবদুল লতিফ,গণতন্ত্র পূণঃউদ্ধার পরিষদ নেতা শফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা নুরুল আবসার,যুবদল নেতা জাহেদ,কাদের হোসেন,ছাত্রদল নেতা মামুন উদ্দিন,যুবদল নেতা বাদশা মিয়া,জাহাঙ্গীর আলম,শাহাব উদ্দিন, মোঃবাপ্পী সহ অসংখ্য জাতীয়তাবাদী চেতনার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কেক কাটা অনুষ্ঠান শেষে জাবেদ রেজার দীর্ঘায়ু জীবন ও দলের উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে শাহ নেওয়াজ চৌধুরীর সৌজন্যে উপস্থিত দলীয় নেতাকর্মীদের রাতের ভোজন এবং ছিন্নমুল শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।