উথোয়াইচিং মারমা;বান্দরবান প্রতিনিধিঃ
আগামী ৬-৮ এপ্রিল বান্দরবানে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকীকে লক্ষ্য করে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে এবারের বাংলাদেশ গেমসের কারাতে ইভেন্টে তার নিজস্ব স্বকীয়তায় ভিন্ন এক মাত্রা পাবে বলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেন।
আজ(০৬.০৩.২০২১) তারিখ পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, বাংলাদেশ কারাতে ফেডারেশন সদস্য আলেকজান্ডার বো, কারাতে ফেডারেশন সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।
এসময় চেয়ারম্যান জানান, এবারের নবম বাংলাদেশ গেমসে ৭ টি বিভাগের কারাতে সহ ২৯ টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগের কারাতে ইভেন্টটি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১লা এপ্রিল’২০২১ হতে ২৯টি খেলার ইভেন্টের মাধ্যমে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২১ শুরু হবে।