মোঃ গোলামুর রহমান,লংগদু:
রাঙ্গামাটি লংগদু উপজেলায় কাপ্তাই লেকের পানি থেকে উদ্ধারকৃত সেই অজ্ঞাত লাশের পরিচয় অবশেষে নিশ্চিত করেছে থানা পুলিশ।
লংগদু থানা অফিসার ইন্চার্জ মোঃ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত সেই যুবকের নাম প্রসনজিৎ সূত্রধর (৩০)। সে টাঙ্গাইল জেলা সদরের ১৫ নং ওয়ার্ডের বিশ্বাস বেতকা এলাকার মঙ্গল সূত্রধরের ছেলে।
গত ১ মার্চ সোমবার সকালে তিনি লংগদুতে আসেন এবং লংগদু মডেল কলেজের আইসিটি বিভাগের নারী প্রভাষক মোসুমী পারভিন সাথে দেখা করেন। তিনি জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। ছেলেটি নারী প্রভাষকের সাথে দেখা করলে, তারা দুজন ও কলেজের কর্মচারী যুবোর আলম তিনজন মিলে মাইনীমুখ বাজারে যাওয়ার উদ্দেশ্য করে পথ চলছিলো। পথিমধ্যে টাইগার টিলা নামক স্থানে পৌছলে যুগলদের মধ্যে বাগবিতণ্ডা হয়। তখন প্রভাষক সেখান থেকে ফিরত চলে আসে কলেজ ক্যাপসে এবং প্রসনজিৎ আর কর্মচারী থেকে যায়। এর কিছুক্ষন সময় ২০ মিনিট পর কর্মচারী কলেজে ফিরে আসলে প্রসনজিৎ বাজারে পৌঁছেছে কিনা জানতে চেয়ে তাকে মোবাইল ফোনে কল করেন প্রভাষক। কিন্তু ঐসময় কল দিয়ে তার মোবাইল বন্ধ পায় বলে পুলিশকে জানায় নারী প্রভাষক মৌসুমী পারবিন।
এরপর ৪মার্চ বৃহস্পতিবার সকালে প্রসনজিৎ এর লাশ কাপ্তাই লেকে ভাসমান অবস্থায় দেখতে পায় পথচারীরা। পুলিশ বলছেন আসলে কি হত্যা না আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছেনা।
আমরা আজকে ৬ মার্চ প্রভাষক মৌসুমী পারবিন ও কলেজ কর্মচারী যুবোর আলম কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে কোর্টে পাঠিয়েছি। এরপর পোস্টমর্টেম রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এবিষয় প্রসনজিৎ সূত্রধরের পিতা বাদী পক্ষ মামলা দায়ের করেছেন বলে জানা যায়।